রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখে জনুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর উজ্জ্বল নখত্র, কুমিল্লার আপামর জনতার কাছে কিংবদন্তি, মানবতার ফেরিওয়ালা সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।
এ সময় নব-নিযুক্ত হোমনা থানা, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জগণ এবং সদ্য যোগদানকৃত ২৯ জন পিএসআই/ শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর গণদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার। উক্ত সময় পুলিশ সদস্যের মাঝে তাদের কৃতিত্বের স্বরূপ সম্মাননা স্মারক এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। সভায় সকল অফিসার ফোর্সদের বিভিন্ন দাবি, আবেদন শুনেন এবং সমাধানের নিশ্চয়তা প্রদান করেন পুলিশ সুপার।
সভাটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), কুমিল্লা মোহাম্মদ নাজমুল হাসান। সভায় কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।