রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২০ ইং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র কুমিল্লায় আগমনে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক এই মন্ত্রী’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত কুমিল্লার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
পরে, মেঘনা উপজেলায় বীর-মুক্তিযোদ্ধা ও স্থানীয় সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভুঁইয়া সংসদ সদস্য কুমিল্লা-১, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম কুমিল্লা। এ ছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারাসহ বীর মুক্তিযোদ্ধা, কলামিস্ট ও সুশীল সমাজের নেত্রীবৃন্দুরা উপস্থিত ছিলেন।